আজঃ শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভোলা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর ৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তাগণ
বলেছেন-আগামী দিনের রাষ্ট্রের সেবকরা এখানে
বসে রয়েছে। যাদের মধ্যে লুকিয়ে রয়েছে আগামীর
ভবিষ্যৎ। কাজেই এভবিষ্যতের কারিগরদের মন বাঁধতে
হবে। আজকে যারা ছাত্র হিসেবে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখা -পড়ার জন্য,তাদের সবাইকে খেয়াল রাখতে হবে পিতা-মাতা অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছেন লেখা-পড়ার জন্য। সে স্বপ্ন পূরণে সবাইকে সচেষ্ট হতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ হলেই দেশ ও সমাজ উপকৃত হবে, এতে কোন সন্দেহ নেই। ১০ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের সভাপতি তামিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজি,ভোলা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক -কিরন শর্মা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহে আলম,গণপূর্ত বিভাগ -১ এর প্রকৌশলী মনোজ কুমার দে,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত মোঃ নাসিম, ভোলা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন সাবেক নেতা- সংবর্ধনা ও প্রতিষ্ঠা বার্ষিকী সোলাইমান আল হাসান, রাজিব আহমেদ, মেহেরাব হোসেন, মাহমুদুল হাসান শিল্পী প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকী ও বরণ অনুষ্ঠানে বক্তাগণ আরও বলেন -এ সংগঠনের সেবা কার্যক্রম বাড়াতে হবে।সংগঠনের ভিত মজবুত করতে হবে। এজন্য নিবন্ধনসহ অন্যান্য পদক্ষেপ গ্রহনের গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে নবীনদের বরণ, ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।