
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৬ পরীক্ষার্থী অনুপস্থিত। রাণীশংকৈল উপজেলায় ৭টি কেন্দ্রে প্রথম দিনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী। তবে উপজেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি বিষয়টি এপ্রতিনিধিকে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন।
বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন জানান, প্রথম দিনের পরীক্ষায় ৭৬ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ২৯ জন, দাখিলে ২৩ জন ও ভোকেশনালে ২৪ জন পরীক্ষার্থী।
তিনি আরও জানান, এবারের এসএসসি পরীক্ষার্থী রাণীশংকৈল উপজেলায় ৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৫৬৩ জন। উপস্থিত পরীক্ষার্থী ৩ হাজার ৪৮৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ৭৬ জন।
