এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন ১৫ নাম্বার ঘাট এলাকায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন নুরুল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), জাফর আলমের ছেলে মফিজুর রহমান (৪৫) ও নাছির আহমেদের ছেলে এমরাম (২৮)। নৌ পুলিশ জানিয়েছে, ট্রলারের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলারের রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। এছাড়া দুইজন জেলে সামান্য আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পতেঙ্গা থানা পুলিশের সদস্যরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
একরাম আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, যখন আগুন লাগার ঘটনা ঘটে তখন শ্রমিকরা রান্নাঘরে রান্না করছিলেন। সেখানে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। পাশে থাকা ইঞ্জিনরুমে তেলভর্তি ড্রাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, মাছ ধরার ট্রলারে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের চমেক হাসপাতালে বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।











