
চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার এলাকার হাজারী গলির বাম পাশে “আল মদিনা রেস্তোরা”তে অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার পরিবেশন এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে আগে থেকে রান্না করা বাসি খাবার নোংরা খবরের কাগজ মুড়িয়ে সংরক্ষণ করার অভিযোগে নিয়মিত মামলা রুজু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গতকাল বুধবার খাদ্য স্থাপনায় অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুস সোবহান। তাদের সাথে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মচারীরাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টীম।