
দায়িত্ব পালনকালীন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নিয়োগ-পদোন্নতি ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়মনীতি উপেক্ষা করে সাবেক এই উপাচার্য নিয়োগ বাণিজ্যে মেতে উঠেন।
অভিযোগ রয়েছে, সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১৪২ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন। ছাত্রলীগের সাবেক নেতা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র এবং মামলার আসামিকেও চাকরি দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে বেশির ভাগ নিয়োগের ক্ষেত্রেই হয়েছে অনিয়ম ও স্বজনপ্রীতি।
জানা গেছে, ২০১৫ সালে ভিসি হন ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী নিয়োগের হিড়িক ছিল তাঁর সময়ে। অনিয়মের অভিযোগে ইউজিসি তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১৪২ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন তিনি। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষক-কর্মকর্তার আত্মীয়স্বজনের পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র এবং মামলার আসামি রয়েছেন। ২০২৪ সালের ১৯ মার্চ দায়িত্ব ছাড়েন তিনি। কিন্তু এর আগ মুহূর্তে নিয়োগ দেন তিনি ২৩ কর্মচারী। এ নিয়ে ছিল নানা অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই উপাচর্যের আমলে অপ্রতিরোধ্য ছিল সরকারদলীয় ছাত্র সংগঠন। কথায় কথায় সংঘর্ষে জড়াত ছাত্রলীগের দুটি পক্ষ।
এসব বিষয়ে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আমার আগের অন্য সব উপাচার্য যেভাবে দায়িত্ব পালন করেছেন আমিও সেভাবে কার্যকাল শেষ করেছি। সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাইরে গিয়ে আমি কোনো নিয়োগ দেইনি। আমার বিরুদ্ধে অর্থ লেনদেনের কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।












