
ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শ’হী’দ ওয়াসিমের কবর জিয়ারত করলো কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ নেতাকর্মীরা।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায় করব জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
এইসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহদাত হোসেন রিপন, সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম মিজান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত
জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ধারাবাহিকতায় চট্টগ্রামে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে জাতীয়তাবাদী ছাত্রদল।
তারই ধারাবাহিকতায় আজ শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম এর কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।