চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী নতুন ব্রীজ এলাকায় মূর্তিমান এক আতংকের নাম বাকলিয়ার শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং প্রধান শাহেদ।
সরেজমিনে বাংলা খবর পত্রিকার প্রতিনিধির অনুসন্ধানে দেখা যায়, নতুন ব্রীজ বশরুজ্জামান চৌধুরী গোল চত্বরের পুর্ব পাশে সোবহান বাড়ির সোবহানের তিন পুত্রের মধ্যে তিনজনই বিভিন্ন মামলার আসামি, বড় ছেলে নতুন ব্রীজ এলাকার নামখ্যাত ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী, আরেক ছেলের রয়েছে অস্ত্র মামলা,নতুন ব্রীজ এলাকার পরিবহন শ্রমীকদের কাছে মূর্তিমান আতংকের নাম শাহেদ, কক্সবাজার থেকে আসা বাস গাড়ির যাত্রীদের প্রতিনিয়ত বিভিন্নভাবে হয়রানি করে শাহেদের কিশোর গ্যাং'র সদস্যরা, এমনকি জোর করে নারী যাত্রীদের শাহেদের আস্তানায় নিয়ে ধর্ষণের অভিযোগ ও আছে শাহেদের বিরুদ্ধে। শাহেদ এলাকায় বিএনপি ক্যাডার হিসেবে পরিচিত, তার নামে নগরীর কোতোয়ালি বাকলিয়া থানায় রয়েছে মারামারি ভাঙচুর ও মাদকসহ একাধিক মামলা, যদিও দিনরাত নতুন ব্রীজ পুলিশ ফাঁড়ির আশেপাশেই ইয়াবা ব্যাবসাসহ দিব্যি নানান অপকর্ম চাকিয়ে যাচ্ছে সন্ত্রাসী শাহেদ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীদের অভিযোগ এই এলাকায় সোবহান বাড়ির ছেলেদের বা শাহেদের বিরুদ্ধে ভয়ে কখনও মুখ খোলে না কেউ, কেউ কিছু বললে তার ওপর নেমে আসে নির্যাতন, এবিষয়ে তারা চট্টগ্রামের মাননীয় পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করছেন।