অর্থ পাচারের অভিযোগে ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা, রাজ্যসভার এমপি সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছেন। মদ বিক্রি নিয়ে রাজ্য সরকারের আবগারি শুল্ক নীতি সংক্রান্ত মামলার তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এই ঘটনায় এনিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের দুই নেতা গ্রেপ্তার হলেন। গত ফেব্রুয়ারিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গত বছরের মে মাসে এএপির আরেক শীর্ষ নেতা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে চারটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
ইডি বলছে, ওই মামলার আসামি ব্যবসায়ী দিনেশ অরোরাকে জিজ্ঞাসাবাদে সঞ্জয়ের নাম উঠে আসে। এরপরই তারা তদন্তে নামে।
বুধবার সকাল থেকে সঞ্জয়ের বাড়িতে তল্লাশি শুরু হয়, কয়েক ঘণ্টা ধরে ওই অভিযান চলে। এ সময় এএপি সমর্থকরা তার বাড়িতে জড়ো হয় এবং ভারতের ক্ষামতাসীন দল বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
বৃহস্পতিবার সঞ্জয়কে আদালতে উপস্থিত করা হতে পারে।
২০২১ সালের নভেম্বরে দিল্লি রাজ্য সরকার মদ বিক্রির নীতিতে পরিবর্তন এনে বেসরকারি পর্যায়ে খুচরা বিক্রির জন্য লাইসেন্স দেওয়া শুরু করে। সেই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠার পর তার তদন্ত শুরু করে সিবিআই ও ইডি।
সংবাদ সূত্র: এনডিটিভি