কর্মজগতের চাহিদার সঙ্গে শিক্ষার্থীরা যেন সহজে খাপ খাইয়ে নিতে পারে, সেদিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড: দীপু মনি।
বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আন্তর্জাতিক কর্মশালায় তিনি বলেন, “শিক্ষার্থীরা যেন সেই দক্ষতা ও শিক্ষা নিয়ে বের হতে পারেন, যা কর্মজগতের সঙ্গে সামঞ্জস্য থাকে। শিক্ষার্থীরা যখন কর্মজগতে প্রবেশ করতে যান, তখন যেন সেই প্রবেশটি সহজ হয়। দক্ষতাভিত্তিক বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে। অনেক বেশি দায়িত্বশীল হবে, উদোক্তা হতে আগ্রহী হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার।
দুদিনের এ কর্মশালায় ৩৭টি বিষয়ে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন।