দীর্ঘদিন ধরে আলোচনায় নীতেশ তিওয়ারির সিনেমা ‘রামায়ণ’ এ সিনেমায় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ‘রাম-সীতার’ ভূমিকায় দেখা যাবে বলে গুঞ্জন উঠেছিল। এবার তাতে গুড়ে বালি।
নতুন খবর, ‘রামায়ণে’ আলিয়া নন, রণবীরের বিপরীতে দেখা যাবে এখন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে।
রামায়ণের ঘোষণার পর একাধিকবার নানা কারণে পিছিয়ে গেছে সিনেমার কাজ। সীতার চরিত্রে প্রাথমিকভাবে সাই পল্লবীকে ভাবলেও পরে আলিয়াকে নিয়ে উৎসাহ দেখান নির্মাতারা। এমনকি ‘গাঙ্গুবাই’ অভিনেত্রীকেও একাধিক বার দেখা গিয়েছিল নীতেশের অফিসে। সেই থেকেই জল্পনার শুরু।
আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে সিনেমার শুটিং, যা চলবে অগাস্ট পর্যন্ত। ট্রিলজির প্রথম সিক্যুয়েলে রাম-সীতার গল্পের ওপরই জোর দেয়া হবে। জুলাইয়ে শুটিংয়ে যোগ দেবেন ‘কেজিএফ’ অভিনেতা যশ, যিনি রাবণের ভূমিকায় অভিনয় করবেন।
আগামী বছর ২৭ সেপ্টেম্বর করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পাবে আলিয়ার নতুন ছবি।
সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস বাংলা।