আগামী ২২ অক্টোবর বসতে যাচ্ছে সংসদ, দৃশ্যত এটাই হবে একাদশ সংসদের সর্বশেষ অধিবেশন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে চলতি সংসদের ২৫ তম এবং চলতি বছরে পঞ্চম অধিবেশন।
২২ অক্টোবর বিকাল ৪টায় সংসদের বৈঠক বসবে। তার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ হবে।
একাদশ সংসদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি শুরু হয। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। এমন বিধান থাকলেও নির্বাচনকালীন ৯০ দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকে না।
রাজনৈতিক অঙ্গনে মতভেদ থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করে জানুয়ারির শুরুতে ভোট আয়োজনের পরিকল্পনা হয়েছে।