দেশব্যাপী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে বরিশালেও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
এ অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ।
এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন তারা।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।