লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সমাজের ভাবনা জানা ও সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে এক সেমিনার থেকে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লাইব্রেরি মিলনায়তনে 'জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ও ইহজাগতিক মূল্যবোধ' শীর্ষক সেমিনারে এমন পরামর্শ দেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা বলেন, "আমাদের পারিপার্শ্বিকতা আমাদের মানসিকতা নিয়ন্ত্রণ করে। সমাজ ব্যবস্থা দুই হাজার বছর আগে কেমন ছিল, আর দু'শ পর কেমন থাকবে দুটোই ভিন্ন চিত্র। সমাজ গঠনকে জানতে হবে। ভবিষ্যতের মানুষও আমাদের আজকের অবস্থান বিবেচনা করবে। তাই সবাইকে মানবিক হতে হবে।"
শিক্ষার্থীদের গ্রামে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখান থেকে বাস্তব পরিস্থিতি জানতে হবে। সমাজকে আলোকিত করা, সত্য জানানো, অধিকার নিশ্চিত করা শিক্ষার্থীদের দায়িত্ব। কার্যকারণ সম্পর্ক ছাড়া কিছুই ঘটে না। সমাজের মধ্যে থেকেই চেতনা জাগ্রত করতে হবে। আর রাষ্ট্রের ভূমিকাও বিশাল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন বলেন, নারীদের জন্য কিছু আসন সংরক্ষণ করে কী আসলে সমাজের দৃষ্টি পাল্টানো গেছে? তৃতীয় লিঙ্গের মানুষদের কী আসলে আমরা মানুষ মনে করি? সংবিধানের শুরুর মূলনীতিগুলো থাকা জরুরি। পাশাপাশি প্রাত্যহিক জীবনে তা অনুসরণ করাও খুব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নারীদের নিরাপত্তা না থাকলে তাদের অধিকার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা যাবে না। নারীর জন্য যেসব গৎবাঁধা নিয়ম চালু আছে সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে।
বিএনপিএস এর কর্মসূচি সমন্বয়কারী মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে ও তানজিনা নূরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নওশীন ইসলাম। ধারণাপত্র উপস্থাপন করেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শরীফ চৌহান।