সব বদলায়-
বদলায় বন্ধূর মন-
হলদে হয় সবুজ পাতা-
কাঁচা জাম বদলায় রং-।
বদলায় না স্বপ্নের পটভূমি
লাল সবুজের শাড়ীটাই গন্ধে মনে হয় আছ তুমি-।।
মাঠের ফসলে খুঁজি সঙ্গীনির গন্ধ-
প্রেমের গল্প ও একদিন শেষ হয় দ্বন্ধ-।
যেমনি করে ঝরে যায় পাকা ফল গাছের আগায়-
হেমন্ত আসলেই চিলের ডানায় গৌধূলীর রোদ লাগায়।
তোমার ঘুমন্ত চোখে কাজলের রেখা আমার দেখা-
তোমার হিয়ার তনুতে আমার নামটি লেখা।
শস্যের মাঠে আজো ঝরে কুয়াশার বারি-
আমি তো সে পুরোহিত-
ঘুমন্ত দেবতারে মন্ত্রে জাগানো মানুষ-
পাথর ঘসে যে সভ্যতার জন্ম হলো-হুশ।
সহস্র বছরের স্বপ্নগুলো আজকে প্রদীপ-
দূঃখের কান্না সুখের হাসি দেখেছি-যেদিক সেদিক।
তোমার আচঁলের ছায়ায় বটের ছায়ার রুপ-
মন খারাপের ভিটেতে জ্বলছে তোমার প্রদীপ।
সেদিন ও পাশে ছিলে হাসি মুখে-
আজিকে তোমার স্মৃতির তর্পন জ্বলছে বুকে।
লেখক: ডা: কাজল দাশ।