টিপস-১
বুকে ব্যথা মানেই হার্ট এ্যাটাক নয়!
হার্ট এ্যাটাক হলে বুকের বামে নয়, ব্যথা হয় মূলত বুকের মাঝখানে (ছবি নির্দেশিত)। কখনো কখনো এ ব্যথা চোয়ালে, পিঠে, বাম হাতে ছড়াতে পারে।
হার্টের কারণে বুকে ব্যথার চেয়ে চাপ চাপ লাগে বেশি। শ্বাসকষ্ট হতে পারে।
পরিশ্রমের পরে, খাওয়ার পরে, বাথরুমে গেলে যদি বুকে চাপ চাপ লাগে, দম খাটো হয়ে আসে তবে বুঝতে হবে এর সাথে হার্টের ব্লকের সমস্যা থাকতে পারে।
অন্যদিকে বুকের বামে বা ডানে চিন্নিত করে ব্যথা, খোঁচা লাগা, ডানে বামে নড়তে গেলে ব্যথা সাধারণত হার্টের কারণে হয় না।
Use Heart to Know Heart
World Heart Day 2023
#সুস্বাস্থ্যে_সাকলায়েন