নব্বইয়ের দশকে অঞ্জন দত্তের ‘বেলা বোস’ গানটি আজও শ্রোতাদের বিমোহিত করে। এ যেন অজস্র প্রেম-বিরহ-আনন্দের মুহূর্তের সাক্ষী! হ্যাঁ সেই বেলা বোস ফিরছে, তবে অ্যালবামে নয়; নতুন ওয়েব সিরিজে পাওয়া যাবে অঞ্জনের বেলা বোসকে।
সম্প্রতি ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ নামে ঢাকায় একটি কনসার্টে যোগ দিয়েছিলেন শিল্পী। স্টেজে গান গাওয়ার ফাঁকেই নতুন ওয়েব সিরিজের নাম ঘোষণা করেন তিনি।
বেলা বোসের নতুন ভার্সনের নাম রাখা হয়েছে ‘বিদিশা আমি সরি’। কনসার্টে গানটি গেয়েও শোনান অঞ্জন।
খবর মিলেছে, অঞ্জন দত্তের পরিচালিত এ সিরিজে কাজ করবেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা।
যদিও সিরিজটির নাম, অভিনয় শিল্পীদের নাম জানা যায়নি।
সেদিন কনসার্টে সিরিজ প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, “এটি একটি প্রেম, ভালোবাসা, আনন্দ, মজার সিরিজ।”
আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসতে চলেছে সিরিজটি।
সংবাদ সূত্র: এই সময়