বিভিন্ন সংবাদ প্রকাশক ও গণমাধ্যমের পোস্ট করা লিংকের শিরোনাম সরিয়ে ফেলছে সামাজিক মাধ্যম এক্স।
এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে অগাস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সাময়িকী ফরচুন। সে সময় এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, এই আইডিয়া দিয়েছেন তিনি নিজেই। মাস্কের মতে, এর ফলে সাইটটি ‘আগের চেয়েও সুন্দর দেখাবে’।
এক্স-এ নিজস্ব প্রতিবেদন পোস্ট করে বিষয়টি পরীক্ষা করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট, যেখানে অ্যাপের আইওএস সংস্করণে কেবল নিবন্ধের ছবি দেখা যায়। আর ওয়েব সংস্করণে দেখা গেছে শিরোনামের সংক্ষিপ্ত রূপ।
নতুন ফরম্যাটের প্রিভিউ সংস্করণ দেখে বিজ্ঞাপনদাতাদের পছন্দ হয়নি। এর পরও পরিবর্তনটি এনেছে এর আগে টুইটার নামে পরিচিতি পাওয়া সামাজিক মাধ্যমটি।
এক্স-এর যুক্তি, নতুন ফরম্যাটে সাইটের টাইমলাইনে বিভিন্ন পোস্ট আগের চেয়ে গোছানো দেখাবে। মাস্কের দাবি, এতে ক্লিকবেইটের মতো ঘটনাও কমে আসবে।