বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (১৬ অক্টোবর) পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৭ অক্টোবর (মঙ্গলবার) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।