হেমন্তের শুরুতেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দক্ষিণের জেলা ঝালকাঠি। সকাল ৮টার আগে মিলছে না সূর্যের দেখা। এতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে নদীতে খেয়া নৌকা পারাপারে পোহাতে হচ্ছে ভোগান্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য আলো ছড়ালেও সকালের আকাশ এখনো মেঘ-কুয়াশাচ্ছন্ন।
শরতের শেষের দিকেই এ কুয়াশা নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা। অগ্রহায়ণে শীত পড়তে শুরু করলেও প্রায় মাসখানেক আগেই কুয়াশা পড়তে শুরু করেছে নদী তীরবর্তী উপকূলীয় অংশে। এ কুয়াশা কিছু মানুষের জন্য উপভোগের হলেও শিশু-বয়স্ক ও কৃষকদের জন্য আতঙ্কের কারণ।