মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এ কে এম নুরুল বশর ভূঁইয়া (সুজন) জানান,আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য হোটেল রেডিসন বে ব্লুতে শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।চট্টগ্রাম ফ্যাক্ট ক্যাব’র উদ্যোগে এ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।মেলা সম্পর্কে মেলা কমিটির যুগ্ম আহবায়ক মানজুমা মোর্শেদ জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত দেশের শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন-
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খন্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট,স্পন্সরশিপ,বাসস্থান,আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে। দুই দিনব্যাপী মেলায় অতিথি থাকবেন প্রধান অতিথি সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, ব্যারিস্টার মনোয়ার হোসেন,প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, গ্রেটার চট্টগ্রাম সমিতি ইউকে এর সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, ফ্যাক্ট ক্যাব ঢাকার সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপী,সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ তারেকসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন অতিথি হিসেবে।