চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের চাপায় জেটি সরকার ও স্হানীয় একজন সিএন্ডএফ ব্যাবসায়ী নিহত হয়েছন।
আজ বুধবার (০২ নভেম্বর ২৩) রাত ১১ ঘটিকার সময় চট্টগ্রাম বন্দরে। বন্দর ১৩ নং শেড এর বিপরীতে কন্টেইনার এইচ সির চাপায় সি এন্ড এফ এজেন্ট মেসার্স আর কিউ এজেন্সির জেটি সরকার মিল্টন তালুকদার নামে একজন স্হানীয় সিএন্ডএফ ব্যাবসায়ী মারা গেছেন বলে বন্দর সুত্রে জানা যায়।