প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার উন্নয়নের পাহাড়ের মানুষ এর সুফল ভোগ করছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
তিনি বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে কারণে সুফল ভোগ করছে এলাকার জনগণ। অন্ধকার পাহাড়গুলো আজ সোলারের আলোয় আলোকিত। যে জায়গায় সড়ক নেই সেইসব জায়গায় সড়ক নির্মাণ করা হচ্ছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কা ভোট দেয়ার আহবান জানান তিনি।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড সড়কের ৫ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহরের নিউজিল্যান্ড মোড় থেকে পেরাছড়া বাজার পর্যন্ত ৫ কোটি টাকা ব্যয়ে ১.৬ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হবে।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভা কাজটি বাস্তবায়ন করছে। এর আগে ৪ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পৌরসভাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ওটএওচ) আওতায় দক্ষিণ খবংপড়িয়া এলাকার আরসিসি রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর অতীশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।