মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে তাঁহার
নিজের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করেছেন দলের অন্য সিনিয়র নেতারা। তিনি দলটির প্রতিষ্টা থেকে অধ্যবদি চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন।
রবিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।