
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা বিভিন্নস্হানে জ্বালানি গ্যাসের দোখানে গ্যাস কোম্পানি সিলিন্ডার ভর্তি গ্যাস ক্রয় করে এনে বোতল থেকে গ্যাস কমিয়ে পুনরায় চড়া মুল্যে বাজার জাত করছে কিচু অসাধু ব্যবসায়ী।
এমন জালিয়াতির বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরে আসলে, চন্দনাইশ প্রশাসনের নেতৃত্বে অদ্য ১২/১২/২৩ তারিখ আনুমানিক সকাল ১১.৩০ ঘটিকা হতে বিকাল ০২.৩০ ঘটিকা পর্যন্ত চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের গাছবাড়ীয়ায় যথাযথ অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচলনা করেন উপজেলা প্রশাসন ।
উক্ত মোবাইল কোর্টে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করে ওজন কমানোর সাথে জড়িত থাকায় তানিশা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আফছার উদ্দিনকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এই সময় চন্দনাইশ থানা পুলিশ ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।