হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বেসরকারী প্রাঃ হাসপাতাল মা মনি হাসপাতালে এক গর্ভবতী নারীর একসাথে তিনটি বাচ্চা প্রসব হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে মা মনি হাসপাতালে সার্জন ডাক্তার নাহিদ আইরিন এমবিবিএস ডিজি ও সিনা সিস্টারসসহ দক্ষ এক প্রসূতি টিমের বিনা অপারেশনে এই নবজাতকের স্বাভাবিক (নরমাল) ডেলিভারি সম্পুর্ন করতে সক্ষম হয়।
ডেলিভারি পরবর্তী তার মধ্যে একটি বাচ্চা মারা যায়, ডেলিভারি সার্জন জানায় ঐ বাচ্চাটি ডেলিভারির আগে গর্ভাবস্থায় মারা যান।
বর্তমানে মা ও বাচ্চা দুটি সুস্থ আছেন, তাদের জন্য দোয়া করবেন বলে জানান সার্জন।