গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন আলী (৩৮) নামে বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইমরান খান, এসআই সৈয়দ মামুন হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
গ্রেপ্তারকৃত ইয়াছিন আলী উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের মিস্ত্রী পাড়াস্থ খালেজ উদ্দিনের ছেলে। তার অনুপস্থিতে বিজ্ঞ আদালত একটি মামলায় ৬ মাসের সাজা প্রদান করেন। তখন থেকে সে পলাতক ছিল।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী ইয়াছিন আলীকে আদালতে পাঠানো হয়েছে।