আজঃ শনিবার ১৪ জুন, ২০২৫

নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ র‌্যালি।

এস এম শরিফুল ইসলাম নড়াইল:

নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ট নূর মোহম্মদ ষ্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাশ, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে প্রীতি ফুটবল ম্যাচে উত্তর সারোয়াতলী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন।

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীতে অবস্থিত বোয়ালখালী স্পোর্টস জোনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক বাবর মুনাফ।

বিশেষ অতিথি ছিলেন মো. কামাল উদ্দিন, প্রবাসী মো. হাসান মুরাদ। খেলায় ১-০ গোলে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ কে হারিয়ে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা বিজয়ী ও বিজিতদের কাপ ও মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি।

সিনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- আলাউদ্দিন, নিহাদ, আসিফ, ইফতি, রাজু, মুরাদ, সাব্বির ও আবদুল্লাহ।
জুনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- জিহাদ, রাকিব, নাফিজ, সিদ্দিক, জিসান, বাবু, আলম ও মিনহাজ।

রাজশাহীতে আজীবন বহিষ্কার ২ বি, এন, পি নেতা।

রাজশাহীতে দলীয় শৃংখলা ভংগের কারণে, ২ বি,এন পি, নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।বুধবার (১১ জুন) জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম এবং উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (মার্শাল) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। 

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আনোয়ারুল ইসলাম একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে দিচ্ছেন না। এ জন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটি গ্রহণযোগ্য না। তাই তাকে বহিষ্কার করা হলো। এছাড়া রফিকুল ইসলাম দুই সেনাসদস্যের বাড়িতে হামলা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাই তাকেও বহিষ্কার করা হলো।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ