এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুরে বাইক থেকে ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর রামগঞ্জ আঞ্চলিক সড়কের খিলবাইছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সড়কে থাকা একটি গতি নিয়ন্ত্রণ (স্পিড ব্রেকার) পার হওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা হয়।
নিহত আসিফ লক্ষ্মীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে। সে চট্রগ্রামের একটি কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, আসিফ মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ এলাকা থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। রামগঞ্জ সড়কের খিলবাইছা মাছিমনগর টেকনিক্যাল স্কুলের সামনে পৌঁছালে সেখানে থাকা স্পিড ব্রেকার পার হতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আসিফ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। এদিকে একই স্থানে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মাছিমনগর টেকনিক্যাল স্কুলের সামনে থাকা স্পিড ব্রেকারটি খুবই ঝুঁকিপূর্ণভাবে দেওয়া হয়েছে। স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে আসিফের মৃত্যুর কয়েক ঘণ্টা পর একই স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুইজন যাত্রী আহত হন। আহতরা হলেন, বাবু (২৭) ও রুবেল (৩৪)। তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন আহত এবং নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।











