চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।শ্রদ্ধা নিবেদন শেষে দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা জেলা সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুচ্ছাফা ভূঁইয়া, চট্টগ্রাম জেলার সহ সভাপতি অয়ন সেন গুপ্ত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর এলাহি, পাহাড়তলী থানার সহ সভাপতি নিশান রায়, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স দাশ, কোতোয়ালি থানার সহ সভাপতি অরিত্র ভট্টাচার্য ও হাটহাজারি থানার সদস্য রানা নাথ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হচ্ছে। কিন্তু ৫২ বছর পরে এখন দেশবাসী অনুভব করছে কাঙ্ক্ষিত বিজয় এখনও বহুদূর। রাষ্ট্র পরিচালনায় দলীয় শাসন, ব্যক্তি শাসন এবং গোষ্ঠী শাসনের পালাবদলের প্রক্রিয়ায় এখন আপামর জনগণের হাতে পায়ে শিকল, মুখ বাকরুদ্ধ। বিজয়ের এতো বছর পরও আমরা রাজাকারের সঠিক তালিকা দেখতে পাই না। মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়ে আর কমে। তাছাড়া বীর শহীদদের স্মৃতি বিজরিত স্মৃতির দেয়াল গুলো আজ জরাজীর্ণ। অনেকগুলোর আজ অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। স্বাধীনতার ৫২ বছর পরেও দেশে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহায়তায় রাজনীতি করে যাচ্ছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি৷ তাই বিজয় দিবসে আমরা দাবি জানাই দেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হোক এবং সকল জাতিসত্বার স্বীকৃতিসহ ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা হোক।