প্রশাসনের ৯ যুগ্ম সচিব পদের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক আনোয়ার হোসেনকে শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি জামালপুরের মহাপরিচালক করা হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিচালক খায়রুল আনামকে শেখ রাসেল একাডেমি রংপুরের মহাপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব আমিনুল ইসলামকে বিএলপিএ প্রকল্পের পরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম সচিব আবু সালেহ মো. মহিউদ্দিনকে ওয়াকফ প্রশাসক করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব সেবাস্টিন রেমাকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জুবাইদা মান্নানকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে বদলি করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত প্রিয়সিন্ধু তালুকদারকে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। অর্থ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব নারগিস মুরশিদাকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত জহুরুল আলম চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।