নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন এর দক্ষিণ চরক্লার্ক আশ্রাফুল উলুম মাদ্রাসার ছাত্র ছাত্রী ও এলাকা বাসীর জন্য কুয়েতি সংস্থার অনুদানে, বাংলা বাজার জামেমসজিদ এর ঈমাম মাওলানা সাহেদ উদ্দিন এর সহযোগিতায় নির্মাণ হলো আশ্রাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অজুখানা, টয়লেট, ও সুপ্রিয় পানির জন্য টিউবওয়েল,
এলাকার ধর্মপ্রাণ মুসলমান মানুষ নামাজের অজু করার জন্য পুকুরে জেতে হয়, এলাকার মানুষের সুবিধার জন্য কুয়েতি সংস্থা কতৃক এ অজুখানার ব্যবস্থা করেন , এসময়
স্থানীয় জনগণের মধ্যে উপস্থিত ছিলেন চরক্লার্ক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব,ওমর ফারুক, আবদুল গনি সেলিম, মাওলানা মোহাম্মদ ওহাব, মাওলানা আরিফুল ইসলাম সহ মুসল্লীরা,
এলাকাবাসীর মধ্যে মোহাম্মদ তালুক মিয়া বলেন আমাদের এলাকার আশ্রাফুল উলুম মাদ্রাসা ও হাজি শাহ আলম মেম্বার জামে মসজিদ এর মুসল্লীদের সুবিধার জন্য কুয়েতি সংস্থা কতৃক টয়লেট, অযুখানা, ও টিউবওয়েল এর ব্যবস্থা করলেন আমরা মাওলানা মোহাম্মদ সাহেদ উদ্দিন কে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই,
এসময় উপস্থিত আশ্রাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক এর নিকট অনুদানের টাকা হস্তান্তর করা হয়।