বর্ষ বিদায় দিনে
শাহজালাল সুজন
দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে
গাথবো মালা ছন্দ দিয়ে
সুখের পরশ আঁকি,
অতীত স্মৃতি মুছে ফেলে
রাখবো মন্দ দূরে ঠেলে
সুখ আলয়ে থাকি।
সুখে দুখে বারো মাসে
হয় যে মলিন দূর্বা ঘাসে
পুরোনো দিন যতো,
নতুন প্রাণে সবুজ বনে
থাকবো মোরা মিত্র সনে
লতা পাতার মতো।
নতুন আশায় স্বপ্ন মনে
বর্ষ বরণ প্রত্যয় ক্ষনে
থাকবো নিত্য মিলে,
পুরাতন দিন বিদায় লয়ে
একটি বছর গেলো ক্ষয়ে
স্মৃতি নয়ন দিলে।
সত্যের পথে পথিক হয়ে
সদাই সুখে আনবো বয়ে
ডাকি প্রভুর নামে,
পুরান স্মৃতি ভুলে যেয়ে
নতুন বর্ষ কাছে পেয়ে
থেকো বন্ধু ধামে।