মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিটন খানকে জেলা শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবদলের সহ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক লিটন খানকে জেলা দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই সিদ্ধান্তটি কার্যকর করেছেন।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, দলীয়ভাবে আমাদের নির্বাচন বর্জনের নির্দেশনা থাকার পরও লিটন খান আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারনা চালানোর জন্য তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।