জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর একটি বড় সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ...
কানাজাওয়া শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মাত্র নব্বই মিনিটের মধ্যে জাপানে পরপর ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব কম্পন ৪ দশমিক শূন্য মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ছিল। সোমবার জাপানের মধ্যাঞ্চলে এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ মাত্রার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
ভূমিকম্পের পর জাপান সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের উপকূলীয় নোটো এলাকার বাসিন্দাদের ‘তাৎক্ষণিকভাবে উঁচু ভূমিতে সরে যেতে’ বলা হয়েছে।