কাঁদলেন এবং কাঁদালেন গাজীপুর-৩ আসনকে
গতকাল অনুষ্ঠিত হয় গাজীপুর-৩ আসনের নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির জনসভা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর সভার আমতলা মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।গাজীপুর -৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি এ আসনের সাবেক জনপ্রিয়, প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর কন্যা। তিনি শ্রীপুরে শান্তি কন্যা হিসেবেই পরিচিত। বিকেল ৩ টায় জনসভা শুরুর কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল আর নির্বাচনী প্রতীক নৌকার ব্যানার, পোস্টার নিয়ে নেতাকর্মী, নৌকা সমর্থক ও সাধারণ ভোটাররা ঢোলবাদ্য বাজিয়ে সভাস্থলে উপস্থিত হতে থাকে। বিকেল তিনটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আমতলা মোড় । এরপরও আশেপাশের এলাকাগুলো থেকে জনতার ঢল সভাস্থলের দিকে আসতে থাকে। জনসভা পরিনত হয় জনসমুদ্রে। উক্ত জনসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি। তিনি বলেন, "আপনারা যেভাবে আমার বাবার পাশে ছিলেন ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে সেভাবেই আমার পাশে থাকবেন এবং আপনাদের উন্নয়ন করার সুযোগ দিবেন। কথা দিলাম উন্নয়ন করবো । সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত শ্রীপুর উপহার দিব ইনশাআল্লাহ।" এ সময় তিনি আবেগে আপ্লূত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর সাথে কাঁদেন গাজীপুর-৩ আসনের সাধারণ জনতা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিল, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন সহ প্রমুখ।