বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আাগুন। ৪ জন নিহত। এদের মধ্যে ২ জন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শি একজন জানান,আগুনে পুড়ে স্ত্রী ও সন্তান নিহত হওয়ায় ঐ ব্যক্তি আর ট্রেন থেকে বেড় হননি।ট্রনটি শুক্রবার বেনাপোল থেকে ১৪৯ জন যাত্রী নিয়ে ঢাকা আসছিল।বিভিন্ন স্টেশনে যাত্রী নামার পর সর্বশেষ ৪৯ জন যাত্রী ছিল ঢাাকা পৌছানো পর্যন্ত। এ মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ শেখ হাসিনা।