
বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বিপ্লবী মাস্টার দা সূর্যসেন এর ৯০ তম ফাঁসি দিবসে জে.এম.সেন হল আবক্ষ ভাস্কর্যে সকাল ৯টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার নেতা আহমদ জসীম, সেলিম উদ্দিন, মুবিনুল হক সাব্বির, নাজিম উদ্দীন বাপ্পী, সেলিম উদ্দিন, পুলক দাস, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা এডভোকেট মাহমুদ হাসান, নাজমুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, সদস্য অরুপ মহাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণকালে বক্তারা বলেন, মাস্টার দা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার রা বৃটিশদের দুশো বছরের শাসন শোষণের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম পরিচালনা করেছিলেন তার ধারাবাহিকতায় আজকের স্বাধীন বাংলাদেশ। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় তৎকালীন পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। সেখানেই অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দিয়ে
মাস্টারদা রা বুঝিয়ে দিয়েছিলেন বৃটিশদের সূর্যও অস্ত যায়। বক্তারা মাস্টার দা সূর্যসেন, প্রীতিলতা সহ অসংখ্য বিপ্লবীদের সঠিক ইতিহাস পাঠ্যবইয়ে তুলে ধরার দাবি জানান।