
পলাশবাড়ীতে এতিম শিশুদের মাঝে ৭পিচ বেড বিতরণ করেন পলাশবাড়ী সেচ্ছা ব্লাড ফাইটাস শুক্রবার বিকেল ৩ টা দিকে দীঘলকান্দি এতিমখানা ও মাদ্রাসা শিশুদের মাঝে থাকার জন্য বেড বিতরণ করেন পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটাসের সভাপতি মোঃ আবদুস সালাম মাসুদ, সেক্রেটারি মোহাঃ নাঈম আকন্দ, আরোও উপস্থিত ছিলেন জিসান, আদর,মিতুল
বেড গুলো অত্র মাদ্রাসার হুজুর হাফেজ মোঃ মোনারুল ইসলাম এর হাতে তুলে দেন,সভাপতি বক্তব্য দেন তিনি তখন আরো বলেন সামনের দিকে আরো বড় কিছু করবেন বলে আসা ব্যক্ত করেন ###