আজঃ শনিবার ১২ জুলাই, ২০২৫

রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ঠাকুরগাঁও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন অর্থাৎ ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার ও মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, আগামী রবিবার থেকে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে। তবে পুনরায় আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে এসএসসিতে পাসের হার কমে ৭২ দশমিক ৭ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ শতাংশের বেশি কম।বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ বছরের ফলাফল ঘোষণা করেন। গেল বছর এ পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।চলতি বছরে চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়; সেখানে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৮১ জন।তবে এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। এ বছর এই বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেয়েছে; গতবার এই সংখ্যা ছিল ১০ হাজার ৮২৩ জন।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯২ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ। এদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

চবিতে শিক্ষকের পদোন্নতির প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদোন্নতির প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওই শিক্ষক আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) অনুসারী ও ফ্যাসিবাদের দোসর এবং হত্যাচেষ্টা মামলার আসামি।পদোন্নতির প্রক্রিয়ায় থাকা ওই শিক্ষকের নাম কুশল বরণ চক্রবর্তী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ফরহাদ-তরুয়ার রক্ত, বৃথা যেতে দেব না, ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী, কুশল তুই জঙ্গি ফ্যাসিবাদের সঙ্গী- এসব স্লোগান দেন।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব বলেন, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক অবৈধ নিয়োগ পেয়েছিল এবং অবৈধ নিয়োগ পেয়েছিল, তাদের শাস্তির মুখোমুখি করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল এর ব্যতিক্রম। জুলাই আন্দোলনের পর আলিফ হত্যা মামলার অন্যতম আসামি কুশল বরণকে পদোন্নতি দিতে বোর্ড বসাচ্ছে প্রশাসন। এই কুশল জুলাই পরবর্তী সময়ে দেশবিরোধী চক্রান্তে সরাসরি লিপ্ত। তার পদোন্নতি বোর্ড বাতিল করতে হবে এবং তাকে শাস্তির মুখোমুখি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোনায়েম শরীফ বলেন, আমরা জানতে পেরেছি, দেশবিরোধী চক্রান্তে লিপ্ত ফ্যাসিবাদের দোসর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য বোর্ড বসানো হচ্ছে। কুশল বরণ জুলাই পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালিয়েছে। বাংলাদেশ নিয়ে গুজব ছড়িয়েছে। তার পদোন্নতি বোর্ড বাতিল এবং তার বিচারের দাবিতে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ