বিএনপিকে আর বাড়তে দিতে পারি না রুখতে হবে বলে বললেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, বিএনপির কালো পতাকা মিছিলের দিন দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। সারা দেশে লাল-সবুজ পতাকা নিয়ে শান্তি ও গণতন্ত্র মিছিল করা হবে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে কাদের এসব কথা বলেন।