এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোকাইনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদীর শাহীনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
বুধবার (৩১ জানুয়ারি) এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য। চেয়ারম্যানের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন।
বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মোক্তাদীর শাহীনের বিরুদ্ধে অনাস্থার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
অনাস্থা প্রদানের কারণ হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন টেন্ডারব্যতীত বিক্রয় করে পরিষদের ফান্ডে কোন টাকা জমা না করে আত্মসাৎ, বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করা, কর্মসৃজন প্রকল্পের ১৮০ জন শ্রমিকের নামের সীম নিজের দখলে রেখে টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের ভ‚মি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, ইউপি সদস্যদের কাছ থেকে রেজুলেশনে অগ্রীম স্বাক্ষর নিয়ে প্রকল্প কমিটি গঠন করে অর্থ আত্মসাৎ, সাব-রেজিষ্ট্রি অফিসের ১% টাকা উত্তোলন করে আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের আদায়কৃত ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের আদায়কৃত টাকা আত্মসাৎ, ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও মহিলা কোঠায় প্রাপ্ত প্রকল্প মহিলা সদস্যদের প্রদান না করা।
অনাস্থাপত্রে স্বাক্ষর করেন ইউপি সাধারণ সদস্য- মোঃ চুন্নু মিয়া, মোঃ ইসহাক মিয়া, বদর উদ্দিন, গাজীবুর রহমান, মোঃ কামাল হোসেন, আঃ রহিম, মোঃ আব্দুস সেলিম, মোঃ মারুফ মিয়া, মোঃ শাহাব উদ্দিন, সংরক্ষিত সদস্য নুরুন্নাহার, মোছাঃ শিরিনা বেগম ও কুলছুমা বেগম।
এ ব্যাপারে বোকাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মোক্তাদীর শাহীন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট, প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদীর শাহীনের বিরুদ্ধে অনাস্থার অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে




চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। একইভাবে পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। রোববার বিকেল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। 










