ইস্পাহানি আদর্শ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ প্রধান শিক্ষক নার্গিস আকতারের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেড এর ডিরেক্টর আলী ইস্পাহানি, বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিন, সম্মানিত অতিথি ছিলেন ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালস লিমিটেড এর সিনিয়র জিএম অ্যান্ড হেড অব অপারেশনস ক্যাপ্টেন এম মেহেদী হাসান এবং সিজেএমসিএল এর সম্মানিত ডেপুটি ম্যানেজার (প্রশাসন) মোঃ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর আহবায়ক এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মঈনুল ইসলাম। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ সাইফুল আলম এবং শামসুন্নাহার জিনিয়া। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এম ইস্পাহানি লিমিটেড এর ডিরেক্টর আলী ইস্পাহানি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথি আলী ইস্পাহানি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।