একুশ মোদের জন্ম মৃত্যু,
একুশ আমাদের অহংকার।
হৃদয় জুড়ে রয়েছে রফিক,
সালাম,বরকত কত আর?
বাংলা ভাষার দাবীতে,
সেদিন বাংলা রক্তস্নাত হল।
বিনিময়ে বীর শহীদদেরা,
তাঁরা কি প্রতিদান পেল?
বাংলা ভাষা সুরক্ষায় যাঁরা,
করেছিল আত্ম বলী দান।
জীবন বাজি রেখে ভাষা শহীদেরা,
সমুন্নত রাখলো বাংলা ভাষার মান।
ভাষা সৈনিকদের ভুলিনি কখনো,
তাঁদের কভূও যাবেনা ভুলা।
তাঁরা চিরদিন সবার মানসপটে,
সমূজ্বল থেকে হৃদয়ে দেবে দোলা।
ইউনেস্কোর প্র-ঘোষিত আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী।
এহেন সুমহান দিবস কী,
আমরা কখনো ভুলিতে পারি?
ভুলিতে গেলে কভূও তা যাবেনা ভুলা,
দিনটি হৃদয় দ্বারে বারে বারে দেয় দোলা।