
গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন রিয়াদ শাখার আওতাধীন মোহাম্মদীয়া শাখার যৌথ ব্যবস্থাপনায় পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল গত ৯ ফেব্রæয়ারি গাউসিয়া কমিটি মোহাম্মদীয়া জামে মসজিদে শাখার উপদেষ্টা মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আবু কায়সার জামাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রিয়াদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন রিয়াদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মহিউদ্দিন আল আজহারী। উদ্বোধক ছিলেন মাওলানা ওবাইদুল হক ইদ্রিচ। বক্তব্য রাখেন আইনুল হক আইয়ুব, মোহাম্মদ শাহজালাল, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ দুলাল হোসেন, কামাল উদ্দিন প্রমুখ। শেষে মিলাদ কিয়াম মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলে সমাপ্তি ঘটে।