
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তের পুত্রবধূ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। তিনি গত ৭ ফেব্রæয়ারি বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং পরবর্তীতে জমা দেন। কাউন্সিলর রুমকি সেনগুপ্ত কাউন্সিলরের পাশাপাশি আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ মানবাধিকার চট্টগ্রাম দক্ষিণ জেলার মহিলা সম্পাদিকা ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছেন। সে করোনা মহামারাীতে নিজের জীবন তুচ্ছ করে নিজের ভাড়া করা পরিবহনে রোগীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ ও কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সহ সেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। কাউন্সিলর রুমকি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করতে চাই। মহিলা সংসদ সদস্য হিসেবে সুযোগ পেলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল ও দেশের জন্য আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো।