
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি’র সাথে আজ ১৫ ফেব্রæয়ারি সকালে বাংলাদেশ সচিবালয়ের তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার ও বিভাগীয় মুক্তিযোদ্ধা সংসদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। শুরুতে চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী্কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমান্ডার। ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ এসময় উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন যোগ্য ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপিকে পুনঃরায় ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব প্রদান করায় দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বিভাগের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।