আজঃ রবিবার ২৩ মার্চ, ২০২৫

চবি আহত ছাত্রদের দেখতে উপাচার্য

চবি সংবাদদাতা

আহত শিক্ষার্থীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চবি উপাচার্য ও উপ-উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ফেব্রæয়ারি ২০২৪ সংঘঠিত ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি সিনেট সদস্য প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, চবি আলাওল হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, চবি শাহ আমানত হলের প্রভোষ্ট প্রফেসর ড. নির্মল কুমার সাহা, চবি সহকারী প্রক্টর আবদুল মান্নান, চবি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ খবর নেন ও সমবেদনা জানান এবং দ্রুততম চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিদের্শ প্রদান করেন। উল্লেখ্য, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহন করবে মর্মে মাননীয় উপাচার্য আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিশু ধর্ষণের চেষ্টা,বোয়ালখালীতে বৃদ্ধ আটক।

চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে লতাপাতা আনার জন্য পাঠিয়ে ছিলাম। সে লতাপাতা না চেনায়

ওইখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে লতাপাতা দেখিয়ে দেওয়ার ভ্যান করে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে জামা কাপড় খুলে ফেলে। এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে। তিনি বলেন, আমার মেয়েটি অসুস্থ। গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার

বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞেসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাকে আজ শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালখালীতে আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ইফতার বিতরন।

চট্টগ্রামের বোয়ালখালীতে হত দরিদ্রের মানুষের মাঝে শুকনো ইফতার সামগ্রী উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে সারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু সায়ীদ সিদ্দিকী, মাওলানা নুরুদ্দীন কাদেরী, মাওলানা মিজানুর রহমান নক্সবন্দী, মাওলানা মহিউদ্দিন মাহমুদ মানিক, শহিদুল ইসলাম সিকদার, শিফন সিকদার, মফিজুর রহমান মাস্টার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজনের অংশ হিসেবে এলাকার অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে শুকনো ইফতার বিতরণ করা হয়। এরপর মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ