
আহত শিক্ষার্থীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চবি উপাচার্য ও উপ-উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৬ ফেব্রæয়ারি ২০২৪ সংঘঠিত ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি সিনেট সদস্য প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, চবি আলাওল হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, চবি শাহ আমানত হলের প্রভোষ্ট প্রফেসর ড. নির্মল কুমার সাহা, চবি সহকারী প্রক্টর আবদুল মান্নান, চবি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ খবর নেন ও সমবেদনা জানান এবং দ্রুততম চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিদের্শ প্রদান করেন। উল্লেখ্য, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহন করবে মর্মে মাননীয় উপাচার্য আশ্বাস প্রদান করেন।