সাইফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
"মুক্তিযুদ্ধাদের ত্যাগের কথা নতুন প্রজন্মদের জানা প্রয়োজন"
-
নগরীর মুরাদপুরে মুরাদপুর মহল্লা কমিটি ও শতাব্দী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত মরহুম সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের ৪৭তম স্মরণ সভা ও দোয়া মাহফিল বক্তারা বলেন, "আমাদের মহান মুক্তিযুদ্ধে বোয়ালখালীতে পাক হানাদার বাহিনী ও রাজাকার আলবদরদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত মুক্তিযুদ্ধে শহীদ এখলাসের সহযোদ্ধা বীর কিশোর মুক্তিযোদ্ধা ও বরণ্য ফুটবলার সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম। তাই মুক্তিযুদ্ধাদের ত্যাগে কথা নতুন প্রজন্মদের জানা প্রয়োজন। সাইফুল ইসলাম তেমনি একজন মানুষ, যিনি আজো সকালের মাঝে স্মরণী-বরণীয়। ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় নগরীর মুরাদপুর মহল্লায় মুরাদপুর জামে মসজিদে অনুষ্ঠিত মরহুম সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের এক স্মরণ সভায় বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
এতে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি হুমায়ুন কবির, এস এম শহিদুল ইসলাম, মুরাদপুর মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ হাসান নাছির, সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, মুরাদপুর মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সদস্য সিদ্দিক আহমেদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক সাংবাদিক তসলিম খাঁ, সমাজসেবী বাবুল হক, মতিউল ইসলাম বাবুল, হাসান মুরাদ, আজিজ উল্লাহ, মুছা শামীম, মো. সেলিম, শাহেদ মুরাদ, জয়নাল আবেদীন, মুরাদপুর মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কপিল উদ্দিন খোকন, জসিমউদদীন, জাকির আহমদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজিমসহ মুরাদপুর মহল্লার নানা শ্রেনী পেশার মানুষ ও শতাব্দী গোষ্ঠী কর্মকর্তা এবং সুশীল শ্রেণির বিশিষ্ট ব্যক্তি।
বক্তারা আরো বলেন, "মরহুম সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের নৈতিকতা সর্বোপরি তাঁর সমাজে যে সেবা সেসব উপচে পড়ে তাঁরই ছোট ভাই চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন নামে একজন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন পুরোধা মানুষের জন্ম হয়েছে, ছোটভাই চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি বিশিষ্ট ফুটবলার এস এম শহিদুল ইসলামের জন্ম হয়েছে।"এর আগে মসজিদের তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
-