ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আনারুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক ফায়ার সার্ভিসের পাশে ঘোঘডারা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আনারুল ইসলাম উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামের আশিরউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক কোচের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কোচের চাকায় তার পা পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই ভ্যান চালককে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ ঘটিকায় আনারুল ইসলাম মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মুঠোফোনে জানান,পরিবারের পক্ষ্য থেকে লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক আইন-আনুগ ব্যবস্থা নেওয়া হবে।