শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন এর শুভ উদ্বোধন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে অনুষ্ঠান মালার সার্বজনীন সম্প্রচার উপলক্ষে গণমাধ্যম কর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তরসূর এলাকার নাট মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা শ্রীমদবন্ধু প্রীতম ব্রহ্মচারী। সভায় আলোচনায় যুক্ত থাকেন স্থানীয় পূজা উদযাপন পরিষদ ভূমি দাতা সাংবাদিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীবৃন্দ।
তিনি বলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মন্দির উদ্বোধক বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র চন্দ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সামান্ত লাল সেন এবং সন্মানীত অতিথি থাকবেন সাবেক সচিব ও ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর শ্রী আশোক মাধব রায় প্রমুখ ।
মতবিনিময় সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানসূচী শুরু হওয়া শ্রী শ্রী জগদ্বন্ধু নাট মন্দির ও আশ্রম শুভ দাদ্বোঘাটন কল্পে ১৫ থেকে ১৮ ফাল্গুন অনুষ্ঠানসূচি সুন্দর ও সাফল্যময় করে তুলার স্বার্থে সর্বমহলের নীতিনির্ধারণীর নিকট আহ্বান করে সহযোগিতা কামনা করেন শ্রীমদবন্ধু প্রীতম ব্রহ্মচারী।